নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য শহিদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নির্মাণ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি. এর পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কালাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তর কুমার মজুমদার, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনির এবং এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক এফ এম শরীফুল ইসলাম, সমন্বয়কারী এস এস ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি সূত্রে জানা যায়, খুলনা নগরীর ছোট বয়রাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চারুকলা ইনস্টিটিউটের জায়গায় ৩২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ৮৩৭৯ বর্গফুট আয়তন বিশিষ্ট আবাসিক ভবন নির্মিত হবে।
সান নিউজ/কেএ/কেটি