বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর হোটেল আগ্রাবাদে এই ফেয়ার উদ্বোধন করবেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা বেশিরভাগ ছোট ছোট মেলা, উৎসব, পূঁজা, পার্বণ, প্রদর্শনী নির্ভর। কিন্তু মহামারির কারণে এসব আয়োজন হয়নি। তাই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তাদের উজ্জীবিত করতে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ারের আয়োজন করা হচ্ছে। উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ফেয়ার উদ্বোধন করবেন। আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফেয়ারে পণ্য প্রদর্শনী ও বিক্রয় চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রজন্ম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা, সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ারের চেয়ারপারসন রেবেকা নাসরিন, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানী, সাবেক পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।
সান নিউজ/আইকে/এনকে