সারাদেশ

ঠাকুরগাঁও আ.লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ, বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কে বা কারা ওই ককটেল নিক্ষেপ করে। এরপূর্বে ভোরে শহরের আর্টগ্যালারী এলাকায় নৌকার নির্বাচনী অীফসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ অফিসের তিন তালায় কয়েকজন নেতাকর্মী বসে নির্বাচনী আলাপ আলোচনা করার সময় নিচে কে বা কারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে।একটি ককটেল বিস্ফোরণের শব্দে উপর থেকে নেতারা নিচে নেমে আসার পরপরই আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল ফাটিয়ে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগে সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সাধারণ সম্পদাক কামরুজ্জামান সুনাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত দেখে প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাতে বিএনপি মনোনীত প্রার্থীর লোকেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

অপরদিকে, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, পার্টি অফিসে ককটেল নিক্ষেপের ঘটনা আওয়ামী লীগের সাজানো ঘটনা। ধানের শীষের প্রার্থীর ককর্মী সমর্থকদের হয়রানি করতে সেটা তাদের সাজানো নাটক।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণাকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে শহরের আর্টগ্যালারি এলাকায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে অফিস পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা