নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও ভাঙচুরের ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা হয়েছে। ভাঙচুরর ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় থম থমে পরিবেশ বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়রে করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
অপরদিকে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম হীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আট জনকে গ্রেফতার করেছে।
গোপালপুর সার্কেলেল অতিরিক্ত পুলিশসুর আমীর খসরু জানান, হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নাই। দুটি মামলার আসামীদেরকে আটকের চেষ্টা চলছে।
সান নিউজ/টিকে/কেটি