নিজস্ব প্রতিনিধি, খুলনা : ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরাকে বলা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশ জারি করা হয়েছে।
গত ২৯ জানুয়ারি ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের মেয়াদ শেষ হলে ভাইস চ্যান্সেলরের পদটি শূন্য হয়ে যায়। তিনি দু’দফায় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে গত ১২ অক্টোবর ২০২০ যোগদান করেন।
প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর। দীর্ঘ ৮ বছর ৯ মাস এ পদটি শূন্য ছিলো।
সান নিউজ/কেএ/এনকে