নিজস্ব প্রতিনিধি: সারাদেশের মতো বরিশাল মহানগরীসহ বিভাগের ৪৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনা প্রতিরোধে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম।
রোববার (৭ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক যোগে পৃথক ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশালে টিকা নিয়েছেন ১৪১২ জন।
এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার উপস্থিতিতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন টিকা গ্রহণের মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন হয়।
এর পরপরই শেবাচিম হাসপাতালের একটি মাত্র বুথে করোনার টিকা গ্রহণ করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন ও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভ’ষণ দাস।
তাদের পরে পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্সরা টিকা গ্রহণ করেন। এসময় বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণে সকলকে উৎসাহ প্রদান করেন।
একই সময় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুলিশ হাসপাতালে সর্বপ্রথম টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এসময় জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুটি উদ্বোধনী অনুষ্ঠানেই বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
তাছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিপ) এর সিনিয়র সহ-সভাপতি ডা. পীযুষ কান্তি দাস। এর বাইরে বরিশাল জেলা পর্যায়ে করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সেখানে সর্বপ্রথম ভ্যাক্সিন গ্রহণ করেন জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। এসময় সেখানে উপস্থিত থেকে টিকা গ্রহণে সকলকে উৎসাহ প্রদান করেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, 'প্রথমে চিকিৎসকরা টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে আমরাও টিকা গ্রহণ করবো। কিছু লোক আছে যারা করোনার টিকা নিয়ে নেতিবাঁচক নানা গুজব-গুঞ্জন ছড়াচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন তারা বলছেন এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ভয়কে জয় করে টিকা গ্রহণ করে করোনাকে জয় করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মেয়র।
সান নিউজ/কেআর/এসএস