নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী : সারা দেশের মত পটুয়াখালী জেলায় একযোগে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
পটুয়াখালীতে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জল বোস, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ সহ সরকারের ১৭ ক্যাটাগরির মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রথম ধাপে পটুয়াখালী জেলায় ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়ার জন্য ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন। প্রথম দিনে পটুয়াখালী মেডিকেল কলেজে ৩০০ জন, পুলিশ লাইনে ৫০ জন পুলিশ সদস্য এবং বিভিন্ন উপজেলায় ২০০ জনসহ মোট ৫৫০ জনকে এ টিকা প্রদান করা হবে।
টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/পিএম/এনকে