নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকায় আক্রাম হোসেন (৩০) নামে এক যুবক বিএসএফের হাতে আটক হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তের হারিয়াকোনা গ্রামের ১০৯৫ পিলারের পাশে সীমানা অতিক্রম করলে এ ঘটনা ঘটে।
আক্রাম হোসেন হারিয়াকোনা গ্রামের জহুর আলীর ছেলে। এ ঘটনায় রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হারিয়াকোনা সীমান্তে দু’দেশের বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এতে সীমানা লংঘনের অভিযোগ তুলে বিএসএফ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো: আব্দুল লতিফ।
তিনি জানান, শনিবার দিবাগত মধ্য রাতে রহস্যজনক কারণে আক্রাম হোসেন সীমানার ১০৯৫ পিলারের পাশে গেলে বিএসএফ তাকে আটক করে। রোববার এ নিয়ে পতাকা বৈঠক হয়। এতে সীমানা লংঘণের অভিযোগে তাকে বিএসএফ আটক করে। ভারতীয় দন্ডবিধি অনুয়ায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান।
স্থানীয় একটি সূত্র জানান, কয়েকদিন থেকে বিজিবি ও বিএসএফ টহল জোরদার করেছে। এতে চোরাকারবারিরা নিস্ক্রিয় হয়ে পড়ে। আক্রাম হোসেন অবৈধভাবে চোরাইপথে সীমানা পারাপারের সময় বিএসএফ তাকে আটক করে। এ ঘটনার পর থেকে এলাকায় বিএসএফ টহল আরো জোরদার করেছে।
সান নিউজ/এসএম/এনকে