সারাদেশ

বগুড়ায় ৩ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদানের বিরোধিতাসহ তিনদফা দাবি করে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স বানানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে (৬ ফ্রেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের সাতমাথায় কর্মসুচি পালন করে বগুড়ার ৯টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘন্টা চলে এই মানববন্ধন।

মানববন্ধনে করতোয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিব হোসেন, ইশতিয়াক, সাইক নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান, নাদিম, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আয়েশা, তন্ময়, টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাশেদুল, উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জাকিয়া, এনটিসি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সেতু, ব্যাডস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মাত্র ৬ থেকে ১২ মাস মেয়াদী কমপ্রেহেন্সিভ কোর্স করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদান করা হলে চিকিৎসা ব্যবস্থা হুমকীর সম্মুখীন হবে। ৫ ফেব্রুয়ারিতে নার্সিং এর পরীক্ষা ছিল কিন্তু তা বাতিল করা হয়েছে। যে যার বোর্ড থেকে পরীক্ষা দিবে আমরা আমাদের বোর্ডের পরীক্ষা দিব।

কেউ ৬ মাস বা ১ বছর পড়ে পরীক্ষায় অংশ নিয়ে নার্স হতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নেয়া হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে। অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধন ও সমাবেশে বগুড়ার ৯টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ৩ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিতে থাকে।


সান নিউজ/এম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা