নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার বিভিন্ন ইটভাটা, বসতি ও স্থাপনা নির্মাণে ইট-বালু ও মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর সড়ক-মহাসড়কে চলাচল নিয়ন্ত্রণে চিঠি দিয়েছেন সুন্দরগঞ্জ-১ আসনের এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী।
গাইবান্ধা জেলা প্রশাসনসহ সুন্দরগঞ্জের স্থানীয় প্রশাসনকে তার নিজের স্বাক্ষরিত এক লিখিত চিঠিতে তিনি এ নির্দেশ দিয়েছেন।
চিঠিতে ট্রাক্টরের চাপায় স্থানীয় শিশু-কলেজ ছাত্রসহ সাম্প্রতিক সময়ে কয়েকটি অকাল মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সুন্দরগঞ্জের সড়ক-মহাসড়কে অবৈধ ট্রাক্টরের অনিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া দুরন্ত গতিতে কাঁকড়া চলাচলের কারণে সৃষ্ট দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ভীতি সঞ্চারের কথাও বলা হয়েছে।
এ ব্যাপারে এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী সান নিউজকে বলেন, ট্রাক্টর বা কাঁকড়ার দুরন্ত গতির কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনারোধে এই চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি গাইবান্ধায় পৌঁছে আপনাদেরকে নিয়ে ইঁটভাটা মালিকদের সাথে কথা বলে অবৈধ ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করেছেন বলে জানান।
সান নিউজ/এমএল/এনকে