নিজস্ব প্রতিনিধি, রংপুর : রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রংপুরের কাপড় ব্যবসায়ীরা। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সরকারিভাবে পরীক্ষা না হওয়ায় কাপড়ের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন কাপড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রংপুরের প্রশাসন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জনতা ট্রেডিং, জমজম ট্রেডিংসহ ৫টি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেরিয়ে আসে বাজারে সয়লাব হওয়া অনুমোদনহীন নিম্নমানের কাপড়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড় বিক্রি, মজুদের অভিযোগে ওই ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সেই সাথে বিএসটিআই অনুমোদিত কাপড় বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইবাদত মানিক, র্যাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচআর/কেটি