নিজস্ব প্রতিনিধি, বরগুনা : করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে বরগুনায় অভিমান চলাকালীন সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাফিন খান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে এঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বলেন, সরকারি নির্দেশনা পালনেই তারা মাঠে কাজ করছিলেন। শাফিন খান ছাত্রলীগের নেতা কিনা তা তার জানা নেই। তবে সে মাস্ক ছাড়া রাস্তায় হেঁটে যাচ্ছিল এসময় তাকে জিজ্ঞাসা করা হলে শাফিন বেয়াদবি আচরণ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা শাফিনকে নিভৃত করার চেষ্টা করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, শাফিন খানের বাড়ি পাথরঘাটায়। সে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের ঘনিষ্ঠজন।
জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, শাফিনের পকেটে টাকা না থাকায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে বলে তিনি ঘটনার পাল্টা বর্ণনা দেওয়ার চেষ্টা করেন।
তবে জুবায়ের আদনান অনিকের মদদ পুষ্ট শাফিন খানের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে বেয়াদবী এবং চলাফেরা নিয়ে অনেকেই অভিযোগ করেন।
সান নিউজ/এমএ/এনকে