নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক পরিবারের ৭ সদস্যকে চেতনানাশক দ্রব্য খাইয়ে গহনা, টাকাসহ মালামাল নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্যামলী এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন সভাপতি, মোবাইল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী খালেদ আহমেদ (৩৫) বাসার অন্যান্য সদস্য তার মা, স্ত্রী, দুই ভাই সহ কাজের মহিলা রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন।
খাবারের সাথে চেতনানাশক খাইয়ে প্রথমে অচেতন করে ডাকাতরা। পরে তারা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার ও নগ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তাদেরকে অচেতন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে তিরি জানান।
সান নিউজ/এসকেডি/এনকে