মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের পৌরসভা নির্বাচনে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নিবার্চন। এই নিবার্চনকে ঘিরে চলছে প্রার্থীদের জোর প্রচারণা।
মিরকাদিম পৌরসভার নিবার্চনী প্রচারণায় সরকারি নিষেধ উপেক্ষা করে পোস্টারিংয়ে চলছে অবৈধ পরিবেশ ধংসকারী পলিথিনের ব্যবহার। প্রায় সকল প্রার্থীর নিবার্চনী প্রচারণায় পোস্টারিংয়ের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার অত্যাধিক হারে বেড়েই চলছে। পোস্টার পলিথিনের ব্যাগে ভরে দড়ি দিয়ে যত্রতত্র টানিয়ে রেখে যানচলাচলেও বিঘ্ন ঘটানো হচ্ছে।
২০০২ সালের জানুয়ারি থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ, ব্যবহার আইন করে নিষিদ্ধ করা হয়। আইন অমান্যকারীর সবোর্চ্চ সাজা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড বা অনাধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
কিন্তু মিরকাদিমের মেয়র ও কমিশনার প্রার্থীর প্রায় সকলেই এ আইন অমান্য করে পোস্টারিংয়ে অবৈধ পলিথিনের ব্যবহার করছে। এর আগে গত ৩০ জানুয়ারি হয়ে যাওয়া মুন্সীগঞ্জ সদর পৌরসভা নির্বাচনেও ব্যাপকহারে এ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া বলেন, পলিথিন ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমাদের পাশাপাশি যদি নিবার্চন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে দ্রুত পলিথিন ব্যবহার রোধ করা সম্ভব হবে।
মুন্সীগঞ্জ জেলা নিবার্চন অফিসার মো. আরিফুল হক জানান, নিবার্চনী বিধিমালায় এ বিষয়ে নিদের্শনা নেই। পরিবেশ ধংসকারী পলিথিন ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে কেই আবেদন করলে নিবার্চন কমিশনের উচ্চপর্যায়ে এ বিষয়টি অবিহিত করা হবে।
সান নিউজ/কেটি