নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করছে। এ ভবনে আন্ডারগ্রাউন্ড পার্কিং, ওপিডি, ইর্মাজেন্সি ডক্টরস রুম, অপরেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হবে।
ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও হাসপাতালের আহবায়ক সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়না পাংখোয়া, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি হাসপাতালের আর এমও ডা. শওকত আকবরসহ অন্যান্য কর্মকর্তারা।
সান নিউজ/কে/কেটি