নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে মোঃ সুবেল আলী ও মোঃ জেনারুল ইসলাম, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গ্রোগ্রাম গ্রামের মোঃ হুমায়ুন আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম, একই থানার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও মোঃ ইসাহাক আলী।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, আটককৃতরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ বাংলাদেশীকে বিএসএফ কর্তৃপক্ষ তাদের আটক করে।
পরে রাত ১০টায় বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
তিনি আরও জানান, বুধবার দুপুরে ৫৩ বিজিবি’র সদস্যরা আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জাফর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ে শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/জেএইচএম/এনকে