নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় র্যাব- ১২ এর বিশেষ আভিযানিক দল বগুড়ার দুপচাঁচিয়ার বগুড়া-নওগাঁ মহসড়কের বাসস্ট্যান্ড থেকে বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন প্রামানিক এর ছেলে মো. ফারুক হোসেন (৪০), অপরজন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পৌওতা গ্রামের মো. শহিদুল ইসলাম এর ছেলে মো. মিজানুর রহমান (৩০)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (২ ফেব্রুয়ারি) মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড মসজিদের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে উপরোক্ত
আসামিদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এম/কেটি