সারাদেশ

মানিকগঞ্জে ৫০ কিলোমিটার সড়ক মেরামত

শামীম রেজা, মানিকগঞ্জ: ‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মোবাইল মেনটেনেন্সের মাধ্যমে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি)। এ প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিনশ’ কিলোমিটার সড়কের মধ্যে ইতোমধ্যে ৫০ কিলোমিটার সংস্কারের কাজ শেষ হয়েছে। কোন ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়াই প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টায় এ কাজগুলো সমাপ্ত হয়েছে। এ প্রকল্পটি আগামী জুন মাস পর্যন্ত চলবে। এ কাজ বাস্তবায়ন করে নজির স্থাপন করেছেন মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক।

জানা যায়, এ বছরে দু’দফায় বন্যায় জেলার ৪২টি রাস্তা অর্থাৎ তিনশ’ কিলোমিটার গ্রামীণ পাকাসড়ক বিধ্বস্ত হয়। ভাঙনের কবলে আঞ্চলিক অভ্যন্তরীণ পিচঢালা, কারপেটিং রাস্তাসহ ইট সলিং ও আধাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ৫৮ কিলোমিটার। এতে বিপদে পড়েছে কয়েক লাখ মানুষ।

হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ গ্রামের মো. মহিদুর রহমান বলেন, এভাবের বন্যার পানির তোড়ে হরিরামপুর-নয়ারহাট সড়কের আন্ধারমানিক নামক স্থানে ভেঙে যায়। এতে উপজেলা সদরের সাথে জেলার বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু বন্যার পানি নেমে যাওয়া সাথে সাথেই এলজিইডির ব্যবস্থাপনায় এক মাসের মধ্যেই ভেঙে যাওয়া স্থান মেরামত করে। ফলে পুনরায় শুরু হয় যোগাযোগ ব্যবস্থা।

সাটুরিয়া উপজেলার মোতালেব হোসেন বলেন, বন্যায় দড়গ্রাম-লাইহাটি সড়কের বিভিন্ন জায়গায় খনাখন্দকে সৃষ্টি হয়। ফলে যান চলাচলে বিঘ্ন হয়। পরে এলজিইডি অফিস মোবাইল মেনটেনেন্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এ সমস্ত সড়ক সংস্কার করায় যানবাহন চলাচল শুরু হয়।

এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মোবাইল মেন্টেনেসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়েছে। আর ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে করতে গেলে দীর্ঘ সময় লাগতো। রাস্তার যেখানেই খনাখন্দ সৃষ্টি হয়েছে সেখানেই সংস্কার করা হয়েছে। এতে মানিকগঞ্জবাসী উপকৃত হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক জানান, মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জ জেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে মোবাইল মেনটেনেন্স প্রকল্পের আওতায় ৫৮ কিলোমিটার সড়ক মেরামত করা হবে। ইতোমধ্যে ৫০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ সমাপ্ত হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত সড়ক আগামী জুন মাসের মধ্যে সমাপ্ত করা হবে। তাৎক্ষনিকভাবে সংস্কারের জন্য আমরা সকল ধরনের মালামাল ক্রয় করে রেখেছি। যখন প্রয়োজন হবে তখনই সড়কের ভাঙা অংশে সংস্কার কাজ করবো। এতে খরচও কম লাগবে। যান চলাচলে কোন বিঘ্ন ঘটবে না।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

জমি দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু বেড়ে ১ 

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে খাস জমি দখল...

অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : দেশে গত অক্টোবরে মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায়...

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকে...

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

ফার্মগেট মানসী প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার বেজমেন্টে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা