নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন এনামুল হক ইমান। ভোট লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নে আশরাফ ও ইমান আলী।তাই এই নির্বাচনে সবার নজর এখন মেয়র প্রার্থীর দিকেই।
আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপির মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান। এরা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভাগ্নে আঃলীগ মনোননয়ন প্রার্থী আশরাফুল আলম আশরাফ, অপরজন সাংসদের আপন সেজ ভাই এনামুল হক ইমান । ইতিমধ্যে ৫নং ওয়ার্ডে এমপি আনোয়ারুল আজীম আনার বড়ভায়ের ছেলে (ভাতিজা) মনিরুজ্জামান রিংকু কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন । এ ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
এ নির্বাচনকে ঘিরে সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহল ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক পাওয়ার পর তিনি মনোনয়ন জমা দিয়েছেন।
এব্যাপারে আঃলীগ প্রার্থী আশরাফুল আলম বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আশা করছি বিপুল ভোটে জয় লাভ করবো । বিএনপি প্রার্থী মাহবুবার রহমান বলেন, অবাধ সুষ্ঠু ভোট হলে অনেক ভোটের ব্যবধানে জয় লাভ করবো ।
সান নিউজ/এসজে/এনকে