নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামবিষয়ক জেলাপর্যায়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শিক্ষা কর্মসূচির উদ্ধুদ্ধকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এতে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবিদুল ইসলাম।
এ কর্মশালায় মূলবক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত অর্থাৎ ঝরে পড়া ও ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা। এ প্রোগাম বাস্তবায়নের জন্য শিশু জরিপের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন, প্রতি উপজেলায় গড়ে ৭০টি শিখন কেন্দ্র, প্রায় ২৭ হাজার শিক্ষক নিয়োগ করাসহ সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
সান নিউজ/এন/কেটি