সারাদেশ

এনেসথেসিয়া চিকিৎসকদের ফি ‍দ্বিগুন, ক্লিনিকগুলো বন্ধ হওয়ার উপক্রম

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের কতিপয় এনেসথেসিয়া চিকিৎসক আকস্মিকভাবে তাদের ফি দ্বিগুন করায় এ অঞ্চলের বেসরকারি জরুরি স্বাস্থ্য সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃত্বে দিনাজপুর অঞ্চলের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অদ্যাবধি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। মহামারী করোনাভাইরাসের আক্রান্তের পর সারাবিশ্ব যখন স্বাস্থ্যগত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ও পর্যুদস্ত তখন অত্র স্বাস্থ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে সরকারের সাথে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো কাজ করে আসছে। এমন এক দুঃসময়ে দিনাজপুরের এনেসথেসিয়া বিভাগের কতিপয় চিকিৎসক তাদের ফি দ্বিগুন করার প্রয়াসী হয়েছেন। বর্ধিত ফি কার্যকর করার নিমিত্তে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতিকে অবহিত না করে সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে কতিপয় এনেসথেসিয়া চিকিৎসক তাদের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করেছেন। যার ফলে দরিদ্র পীড়িত দিনাজপুর অঞ্চলের বেসরকারি জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে এবং জরুরি চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষ দিশেহারা।

এ বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বরাবর দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম লাবিবুল ইসলাম লাবু, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাজেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মকবুল হোসেন, সদস্য মো. জাকির হোসেন, মো. কামরুল হাসান ও মো. শাহিনুর রহমান প্রমুখ।

সান নিউজ/এএসএমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা