সারাদেশ

আখাউড়ায় আ.লীগে বিদ্রোহী, বিএনপিতে দলীয় কোন্দল

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর নির্বাচনে মুখরিত হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণায়। মেয়র পদে বিএনপির একক প্রার্থী থাকলেও দলীয় কোন্দল প্রকোট। আওয়ামী লীগে ৩ জন বিদ্রোহীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করলেও ২ জন এখনও প্রচারণা চালিয়ে যাচ্ছে।

মেয়র পদে আ. লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাকজিল খলিফা কাজল। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক পৌর মেয়র মো. নুরুল হক ভূঁইয়া ও যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোবারক হোসেন রতন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিদ্রোহী মুক্ত নির্বাচনের জন্য ২৪ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা ডাকা হয়। কিন্তু সভায় বিদ্রোহী প্রার্থী নুরুল হক ভূঁইয়া ও মোবারক হোসেন রতন আসেননি, তবে যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম এসেছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় ওই ২ জনকে প্রত্যাহারের জন্য দলীয়ভাবে চিঠি দেওয়া হবে। এরপরও যদি তারা নির্বাচন থেকে সরে না দাঁড়ান, তাহলে দলীয় বিধি মোতাবেক তাদের দল থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ করা হবে।

বিএনপির একক প্রার্থী জয়নাল মো. জয়নাল আবেদিন আব্দু। তিনি প্রচার চালাচ্ছেন। তবে আখাউড়া পৌর কমিটিকে ঘিরে দলীয় কোন্দল দেখা দিয়েছে। ১৩ জানুয়ারি পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। কমিটিকে ঘিরে ২৩ জানুয়ারির মধ্যে ১১ জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর কমিটিতে সেলিম ভূঁইয়া আহ্বায়ক ও আক্তার খান সদস্য সচিব হওয়ায় দলের নেতা-কর্মীরা পদত্যাগ করছেন। সেলিম ভূঁইয়া সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং আক্তার খান শ্রমিক নেতা।

পদত্যাগকারী একাধিক নেতা বলেন, ‘কারও সঙ্গে আলোচনা না করেই, অন্য উপজেলার লোককে আহ্বায়ক করা হয়েছে। আমরা তার নেতৃত্বে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির রাজনীতিকে ঘরে ডুবিয়ে ফেলা হচ্ছে। এভাবে রাজনীতি করা সম্ভব না।’

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘সদর উপজেলার বাসিন্দা আখাউড়া পৌর সভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল। যদি সে সদর উপজেলার বাসিন্দা হয়ে পৌরসভার মেয়র হতে পারে, তাহলে সেলিম কেন হতে পারবে না। যারা পদত্যাগ করছেন, তারা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন।’

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই আওয়ামী লীগ ও বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার শুরু করেন। তবে নীরব রয়েছে উপজেলা জাতীয় পার্টি। কারণ মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থীই খুঁজে পাচ্ছিল না দলটি।

এক প্রশ্নের জবাবে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল হক ভূঁইয়া বলেন, ‘কসবা ও আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থিতা বাছাইয়ের জন্য কসবা উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আদেলের ছেলে তারেক আদেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কেন সে মেয়র প্রার্থী বাছাই করেনি তা আমি জানি না।’

তিনি আরও জানান, দলীয়ভাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলকে কোনও রকম সমর্থন দেওয়া হয়নি। তবে উপজেলার তৃণমূল নেতা-কর্মীরা তাকে সমর্থন দিলেও দিতে পারেন। আর এখনকার নির্বাচনে প্রার্থী দিয়েও তো কোনো লাভ নেই, নির্বাচন এখন এক তরফা। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী রয়েছেন।

এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট। মোট ভোটার ২৮ হাজার ৯১০ জন। পুরুষ ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

সান নিউজ/আকঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদাগাস্কারে নৌকাডুবে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারের উপকূলে দুইটি নৌকাডুবে কমপক...

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায়...

মাটিরাঙ্গায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন ব্যবসা...

মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কব্জায় আলু

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর কাছের জেলা...

গজারিয়াতে বিপাকে সাধারণ জেলেরা

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়...

চিন্ময় কৃষ্ণকে হেফাজতে নিল সিএমপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপা...

ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ২ 

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মু...

রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ দিনের মধ্যে দেশের ৪ বিভাগে বজ্রবৃষ...

সংবিধান সংস্কারে জনমত জরিপ 

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্য...

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা