নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় এই প্রথম আয়োজন করা হল এক ব্যাতিক্রমী বিনামুল্যে বই শেয়ারি বুক রোড। বই প্রেমীদের আকৃস্ট ও সেতু বন্ধ তৈরি করা জন্য এই আয়োজন। আয়োজন করেছে ‘এন্টারটেইনমেন্ট ইন অন গ্রুপ এন্ড বুক ব্যাংক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বই দেখতে পাঠক, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুরা ভীড় জমিয়েছে নগরীর শিববাড়ী মোড়ে।
এখানে রয়েছে- গল্প, উপন্যাস, প্রবন্ধ ও পাঠ্য বইসহ সাহিত্যের যাবতীয় সংগ্রহ। এসব বই বুক ব্যাংক বিনামুল্যে বই শেয়ার করছেন। সবার জন্য শিক্ষা, যার প্রধান উপকরণ বই। আর বইয়ের চাহিদা মেটাতে সংগৃহিত পাঠকদের কাছে বই শেয়ার করাই তাদের মূল উদ্দেশ্য।
আয়োজকরা বলছেন, এবার করোনার কারনে কোথাও বই মেলা হচ্ছে না । বই পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। যাতে বই প্রেমীরা করোনাকালীন সময়েই ঘরে বসে বই পড়াতে পারে। সে কারণেই এ আয়োজন। আর এখান থেকে পাঠক তাদের চাহিদা মতো বই সংগ্রহ করবেন এবং পড়বেন।
বুক ব্যাংকের এডমিন মোঃ রিয়াদ আহমেদ বলেন, আমাদের ফেলে রাখা বিভিন্ন ধরনের বই গুলো সংগ্রহ করে আমরা এখানে নিয়ে এসেছি। আর এখান থেকে পাঠক তার প্রয়োজনীয় বইটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারতেছেন।প্যারিসের পর এশিয়া মহাদেশে খুলনাতেই প্রথমবারের মতোই এমন উদ্যোগ নিয়েছেন বলে তিনি দাবি করেন ।
তিনি আরো বলেন, বই পড়া শেষে আমাদের প্রত্যেকের ঘরে কোনো না কোনো বই ফেলানো থাকে। সে গুলো আমরা ফেলে না রেখে অথবা বিক্রি না করে আমাদের ফেসবুক গ্রুপ অথবা বুক ব্যাংকের কাছে দিলে আমরা সে গুলো পাঠকরে সামনে তুলে ধরবো। কারণ বইয়ের প্রয়োজন কখনোই শেষ হয়ে যায় না। বাসায় ফেলে রাখা বইটি আমার বা আপনার প্রয়োজনে না আসলেও অন্যের কাছে তা খুব প্রয়োজনীয় হতে পারে।
সান নিউজ/কেএ/এনকে