নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম উচিমং মারমা। তার বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের লিন প্রকল্পের মনিটরিং অফিসার ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে সদর উপজেলার সাপছড়ি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা জিপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই উচিমং মারমা মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, উচিমং মারমা মোটরসাইকেল নিয়ে কাপ্তাই চন্দ্রঘোনা হতে রাঙামাটি জেলা সদরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি জিপ গাড়ি মুখোমুখী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উচিমং মারা যান।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, নিহত উচিমং মারমা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা হতে রাঙামাটি সদরে যাওয়ার পথে সদর উপজেলার সাপছড়ি এলাকায় বিপরীতমুখ থেকে আসা একটি জিপ গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই উচিমং মারমা মারা যান। ময়না তদন্তের জন্য নিহতের লাশ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/কে/কেটি