নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি ধনুহাজী রোড এলাকায় একটি অবৈধ মশার কয়েল কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারখানাটি মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল তৈরি ও প্রক্রিয়াজাতকরণ করছে- এমন আভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মো. ফয়েজ কেমিক্যাল নামের মশার কয়েল কারখানায় এই অভিযান চালিয়েছে। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেছেন নারায়ণগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকারসহ আনেকেই।
মো. সেলিমুজ্জামান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ড নকল মশার কয়েল উৎপাদন তৈরি ও প্রক্রিয়াজাতকরণ করছে প্রতিষ্ঠানটি। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান করছি। প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সান নিউজ/এনএ/কেটি