সারাদেশ

নরসিংদীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী জেলায় চলতি মৌসুমে ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৩হাজার ৩৬ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি হয়েছে। জেলার রবি মৌসুমে বোরো ধানের বীজতলা পরিচর্যা ও জমি প্রস্তুত শেষে এখন ধান বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বেশকিছু এলাকায় বোরো লাগানোর কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের বপনের কাজ শেষে হবে বলে ধারনা করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলন হতে পারে বলে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল (উফসী) জাতের ৪৮হাহজার ৯১৪ হেক্টর, হাইব্রীড জাতের ৬ হাজার হেক্টর ও স্থানীয় জাতের ৩৯৭ হেক্টর। বোরো চাষ সফল করতে ২হাজার ৭১৩ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা অতিক্রম করে এ বছর অর্জিত হয়েছে ৩হাজার ৩১৭ হেক্টর জমিতে।

বোরো চাষ সফল করতে কৃষি বিভাগের সার্বিক তত্তাবধানে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোভন কুমার ধর। জেলায় বোরো চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের চাহিদা নির্ধারণের মধ্যে ইউরিয়া ১৬হাজার ৩৬৫ মেট্রিকটন, টিএসপি ৬হাজার ২০১ মেট্রিকটন, এমওপি ৬হাজার ৯৬১ মেট্রিকটন, জিপসাম ৪হাজার ৫ মেট্রিকটন, জিংক সার ৪৬৪ মেট্রিকটন, ডিএপি ৬হাজার ৬১৫ মেট্রিকটন।

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান জনান, বোরো চাষ সফল করতে রায়পুরায় ১হাজার ৮৬০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড বীজ প্রদান করেছি। তাছাড়া ৫০ একর জমিতে ট্রেতে বীজতলা তৈরী করা হয়েছে। তিনি বলেন আমরা এ বছর বোরো চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশা করছি।

নরসিংদীতে এ বছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন। তিনি আরো জানান, বোরো আবাদ সফল করতে শুকনো বীজতলা উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নরসিংদীতে ২৫ হেক্টর জমিতে শুকনো বীজতলা তৈরী করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোভন কুমার ধর আরো জানান, আমরা কৃষকদের হাইব্রীড এবং উচ্চ ফলনশীল জাতের বোরো ধান চাষের জন্য উৎসাহিত করছি। উচচফলনশীল জাতের ব্রী ধান ৫০, ৬৩, ৬৪, ৮৯, ৯২ জাতগুলো যাতে কৃষকদের নাগালে দিতে পারি সেই ব্যবস্থা করছি। পাশাপাশি ব্রী ধান ২৮ চাষ করার পরিবর্তে উচ্চ ফলনশীল জাতে বোরো ধান চাষের জন্য উৎসাহিত করছি। কারণ গত এক থেকে দেড় বছর যাবৎ ব্রী ধান ২৮ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, বোরো চাষে অধিক ফলন লাভের জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছি। বোরো চাষ সফল করতে নরসিংদী জেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে।


সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা