সারাদেশ

খুলনায় মাদক সম্রাট মতি গাজীর পাঁচ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজীকে পাঁচ বছর কারাদন্ড দিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি কোর্টে উপস্থিত ছিল।

মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজী রুপসা থানার বাগমারা এলাকার আঃ সামাদ গাজীর ছেলে।

১২শ পিচ ইয়াবা নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) টেবিলের ৯(খ) তে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক দোষী সাব্যস্ত করে এ দন্ড প্রদান করেন। মামলা নং-০৬, তারিখ-০৭/০১/২০১৯ ইং (জি.আর-০৬/১৯ রুপসা)

আদালতসূত্রে জানা যায়, যুব সমাজকে ধ্বংসকারী ভয়ানক মাদক, ইয়াবা মামলার কুখ্যাত আসামি মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজীকে ৭ জানুয়ারি,২০১৯ তারিখে রুপসা থানার এস.আই (নিঃ) অর্জুন কুমার দাস এর নেতৃত্বে গঠিত টিম রুপসা থানাধীন চর রুপসা ছাদভাঙ্গা বরফ কলের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ১২০০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন।

এরপর গত ১ জানুয়ারি,২০২০ তারিখে মামলাটির বিচার আদালতে আসলে ১৭ ডিসেম্বর ২০ তারিখে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় এবং দেড় মাসেরও কম সময়ে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয় এবং আসামি পরীক্ষা পরবর্তী রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ শেষে অদ্য উক্ত আকারে রায় ঘোষিত হয় । অদ্যকার রায়ে আসামি মোঃ মতিয়ার রহমান গাজী ওরফে মতি গাজীকে ৫বছরের সশ্রম কারাদন্ড এবং দশহাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম দন্ডে দন্ডিত পূর্বক সাজা পরোয়ানামুলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই আসামির বিরুদ্ধে রুপসা ও পাইকগাছা থানায় একই ধরণের ১০(দশ)টি মাদকের মামলা সহ সর্বমোট ১২টি মামলা আছে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা