মিজান খন্দকার, কুড়িগ্রাম : কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় রোববার (৩১ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলতে পারে বলে জানান তিনি।
দেশের উত্তরের সীমান্ত ঘেষা জনপদ কুড়িগ্রামের উপর দিয়ে গত দুই সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে তীব্র শৈত প্রবাহ। চলমান শীতের এই তীব্রতার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকেই এ জেলার তাপমাত্রা একেবারেই নিম্নগামী হয়ে পড়ে। সুর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এই তীব্র শীত ও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন জেলার সব আবালবৃদ্ধাবণিতা। জবুথুবু হয়ে পড়েছে জনজীবন।
প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষেরা। মাত্রাতিরিক্ত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদ-নদী তীরবর্তী এলাকার হত-দরিদ্র, ছিন্নমুল মানুষেরা। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন এই শ্রমজীবির মানুষগুলো।
দেশের সবচেয়ে দরিদ্রতম এ জেলার অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণে সরকারী ও বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। এসব মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
সান নিউজ/এমকে/এনকে