নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলা সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগে যোগ হলো প্রথম ধাপে সুরক্ষিত অবস্থায় পেল ২ হাজার ৪ শত কোভিট-১৯ ভায়াল ভ্যাকসিন।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টার সময় বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে কোভিট-১৯ ভ্যাকসিন এসে পৌঁছায়।
এসময় বেক্সিমকো প্রতিনিধিদের কাছ থেকে এসব ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান। আগামী ৭ ফেব্রুয়ারি এই ভ্যাকসিনগুলো প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন আরও জানান, সঠিক তাপমাত্রায় টিকাগুলো সুরক্ষিত ভাবে আমরা গ্রহণ করেছি এবং এই টিকাগুলো ইপিআই স্টোরে সেভাবে সংরক্ষণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথমধাপের ভ্যাকসিন ২১ হাজার ৬০০ জনের শরীরে প্রয়োগ করা সম্ভব হবে। পঞ্চগড় সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত কেন্দ্রে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন।
এদিকে ভ্যাকসিন গ্রহণ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস,এম সফিকুল ইসলাম, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার রায়হান কবির প্রমূখ।
সান নিউজ/আরজে/এনকে