নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৩০ জানুয়ারি) রাতে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ এ চোরকারবারিদের আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনর (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকতার্ লে: এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় গোয়েন্দা তথ্য মতে ওই এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল (৪০)।
পরে তাদের কাছ থেকে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস ও চোরাকারবারিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদেরকে রাতেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের পর রোববার (৩১ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বনবিভাগ।
সান নিউজ/এএইচ/এনকে