নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ¦ মো: ফজলুর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১.নং ওয়ার্ডে পার্থ সারথী পাল, ২.নং ওয়ার্ডে আসাদ হোসেন মক্কু, ৩.নং ওয়ার্ড- নাহিদ হোসেন, ৪.নং ওয়ার্ডঃ-সালেহ আহমদ পাপ্পু ৬.নং ওয়ার্ডে জালাল আহমদ,৭.নং ওয়ার্ডে বায়েছ আহমদ, ৮.নং ওয়ার্ড- সৈয়দ সেলিম হক, ৯.মোঃ মাসুদ (বিনা প্রতিদ্বন্দিতায়)। তাছাড়া ৫.নং ওয়ার্ডে এখনো ফলাফল ঘোষনা করা হয়নি।
সান নিউজ/এসকেডি/এনকে