নিজস্ব প্রতিনিধি, রংপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা।
শনিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ফল ঘোষণার পর দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মন্ডল এ তথ্য জানান।
রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৬ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, এই জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯০ জন।
এছাড়াও এক হাজার ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে নীলফামারী জেলা, এক হাজার ৫৩৫ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে গাইবান্ধা জেলা, এক হাজার ১৪৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে ঠাকুরগাঁও জেলা, এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ অবস্থানে কুড়িগ্রাম জেলা, ৫১৫ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম অবস্থানে লালমনিরহাট জেলা এবং ২৯৬ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।
সান নিউজ/এইচএস/এনকে