সারাদেশ

হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বৃহত্তম অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) হাটহাজারী হোটেল জামান হলে ৩টায় হাটহাজারী ব্লাড ব্যাংকের এডমিন মোহাম্মদ এমদাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাটহাজারী ব্লাড ব্যাংকের আরেক এডমিন হাফেজ মোহাম্মদ ছানাউল্লাহ। এইচবিবি'র এডমিন জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা।

এসময় বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন হাটহাজারী আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন খান, হাটহাজারীর আলিফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন বাবুল,এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতালের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ সালাউদ্দিন, আল আরাফাহ ইসলামি ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া বাচ্ছু, রাউজান শাখা ন্যাশনাল লাইফ ইনসুরেন্স এর জোন প্রধান আবুল কাশেম হিরু ড. ইব্রাহিম কমিউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওজাইর আহমদ হামিদী, এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, “রক্তের প্রয়োজনে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে মানবতার সাম্পান নিয়ে হাজির হয় ‘হাটহাজারী ব্লাড ব্যাংক।’ তারা রক্তদান করার পাশাপাশি সমাজের মানুষের মধ্য থেকে রক্তদাতা তৈরি করতে মানুষকে উৎসাহিত করে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডে হাটহাজারী ব্লাড ব্যাংক বিভিন্নভাবে সহযোগিতা করছে। ”

“ধর্ম বর্ণ নির্বিশেষে, রক্ত দিন হেসে হেসে”
হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূ্র্তি উৎসব অনুষ্ঠানে কার্যক্রমের ১ম পর্বে বাসস্টেশন থেকে র‌্যালী বের করা হয়, ২য় পর্বে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বাগত বক্তব্য এবং ৩য় পর্বে ম্যাগাজিন ও ক্যালেন্ডার উন্মোচন ও আলোচনার পরিশেষে কেক কাটা হয়।

পরে, উপস্থিত অতিথিবৃন্দের ১৪ জনকে ক্রেষ্ট ও ৩৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা