বাবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে ৩৬ হাজার ৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৮২ ও মহিলা ভোটার ১ হাজার ৯৯১ জন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ চলছে পশ্চিম আংঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ কেন্দ্রে শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৩৮ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগঞ্জে ৩য় ধাপের এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখার প্রার্থী হিসাবে রয়েছেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন দেওয়ান।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০ টি ও সাধারণ কেন্দ্র ৭টি।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির বলেন, সুষ্ঠু ভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার অত্যন্ত উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য জেলা পুলিশ সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
সান নিউজ/বাবলু/এসএ