সারাদেশ

৮ পৌরসভায় শঙ্কা-উৎকন্ঠার ভোট

খান রুবেল, বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগের অধীনে ৮ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উৎকন্ঠা বিরাজ করছে প্রার্থী এবং ভোটারদের মাঝে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলবে। এজন্য শুক্রবারের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় বাধা, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের নানান অভিযোগ তুলেছেন প্রার্থীরা।

কেউ কেউ কেন্দ্র দখলের শঙ্কার পাশাপাশি প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেছেন। তবে সকল শঙ্কা-উৎকন্ঠা এড়িয়ে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসব উপহার দিতে শুক্রবার থেকেই নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিকালের পর থেকেই নির্বাচনী এলাকায় অপরিচিত লোকের আনাগোনা, যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা এবং উপজেলা প্রশাসন। তাছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কারচুপি ঠেকাতে শনিবার ভোট গ্রহণের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ‘৩০ জানুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ ও গৌরনদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদুটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা।

অপরদিকে বরিশাল বিভাগের মধ্যে ঝালকাঠির নলছিটি পৌরসভা, বরগুনা সদর ও পাথরঘাট পৌরসভা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভা এবং পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বরিশালের বাইরে নলছিটি, পাথরঘাটা এবং ভোলার দুটি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উৎকন্ঠা বিরাজ করছে। এসব পৌরসভার অধিকাংশ কেন্দ্র ঝুকিপূর্ন বলে দাবি বিএনপি দলীয়সহ অন্যান্য প্রার্থীদের। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বলেছেন ভোট হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে।

উল্লেখ্য, ‘গত বছরের ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন তৃতীয় ধাপে দেশের অর্ধ শতাধিক পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ জানুয়ারি যাচাই-বাছাই ও ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপর প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা