নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে হাড় কাপানো শীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গুডহার্ট ইন্টারন্যাশনাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২৯ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় দুস্থ শীতার্ত মানুষের হাতে শীত নিরাবণের জন্য কম্বল তুলে দেন সংগঠনটি।
এতে পাহাড়ি-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে শীতার্ত প্রায় ২০০ নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয় শীতের উষ্ণতার কম্বল। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও নবনির্বাচিত খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
সংগঠনের স্বেচ্ছাসেবক অমিত বিশ্বাস সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরুল্লাহ হিরো, সাংবাদিক আবু দাউদ, নবনির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।
গুডহার্ট ইন্টারন্যাশনাল এর সেচ্ছা সেবক ও অনুষ্ঠানের সভাপতি অমিত বিশ্বাস তাদের সংগঠনটি প্রতিবছর পথ শিশু, অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে তাদের উদ্দেশ্য কোন শিশু, অসহায় দুস্থ লোকেরা যেন শীতে কষ্ট না পায়, যেন অসাহারে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানান।
সান নিউজ/এএম/কেটি