নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় নিজের পোস্টার অপসারণ করে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি সকল নবনির্বাচিত কাউন্সিলর ও চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের পোস্টার অপসারণের নির্দেশ দেন।
উদ্বোধনের সময় রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে আমি উদ্যোগী হবো। চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের ব্যাপারে বলা হয়েছে। একইসঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আজ ও আগামীকালের মধ্যে সব পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।
তিনি ক্লিন ও গ্রিন সিটি গড়তে নগরবাসীর সহায়তা কামনা করেন।
এদিকে চসিক নির্বাচন উপলক্ষে টাঙানো প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণেরও নির্দেশ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপর এসব ব্যানার ও পোস্টার অপসারণে কাজ শুরু করেছে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা।
সান নিউজ/এসএস