নিজস্ব প্রতিনিধি, সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন আরও ৪ জন।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আজ দুপুরে মামালাটির সাক্ষ্যগ্রহণ করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরওয়ার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এই ৪ জনসহ মোট ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। মামলায় মোট সাক্ষী ১৭১ জন।
তিনি আরও জানান, সাক্ষীদের বিরুদ্ধে সমন জারি হয়েছে। আশা করা যায় তারা আদালতে আসবেন এবং নিজের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন শাহ এ এম এস কিবরিয়া। সভা শেষে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ মোট পাঁচজন নিহত হন। আহত হন ৪৩ জন।
এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলার বিচার শুরু হয়েছে প্রায় পাঁচ বছর আগে।
সান নিউজ/এক/কেটি