নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম উপলক্ষে গোপালগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জ জেলা স্থায়ী শুমারি কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোঃ আবতাবুর রহমান হেলালী। গোপালগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস।
আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই শুমারী চলবে।
ইতোমধ্যে জেলার অন্য উপজেলা গুলোতে সভা সম্পন্ন করা হয়েছে। বক্তারা শুমারি শুরুর আগে জনগণকে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে মাইকিংসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারনা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সান নিউজ/বিকে/এনকে