নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে “গ্রামীণ খেলা ও অটিস্টিক শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) জেলা ক্রীড়া অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নতুন খেলোয়ার সৃষ্টি এবং অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা সচেতনতার জন্য অটিষ্টিক শিশুদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। মোট ৭টি ইভেন্টে ২৫ জন অটিস্টিক শিশু এ প্রতিযোগিতা অংশ গ্রহণ করছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিকদার মঞ্জুরুর রহমান পান্নু প্রমূখ।
প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগিকে পুরস্কৃত, যাতায়াত খরচ ও জার্সি প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাগণ, অটিস্টিক শিশু প্রতিযোগী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
সান নিউজ/এসআই/এনকে