রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৭ জানুয়ারী ২০২১ ০৯:৫৪
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৭

সাবেক এমপি হাবিবের গাড়িতে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে একই দলের কর্মী সমর্থকরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলারোয়া বাজারের গদখালী মোড়ে এ ঘটনা ঘটে। এতে হাবিবসহ তিন জন আহত হয়। আগামী ৩০ জানুয়ারি পৌর মেয়র পদে জেলা বিএনপির সদস্য গাজী আক্তারুল ইসলাম দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ক্ষুব্ধ আক্তারুলের পক্ষের নেতা কর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আজ ২৭ জানুয়ারি যুক্তিতর্কের শেষ দিন। সকালে তিনি সঙ্গীয় নেতা কর্মী নিয়ে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে নিজ প্রাইভেটকারে কলারোয়ার তুলশিডাঙ্গার বাড়ি থেকে রওনা হন। কলারোয়া বাজারের গদখালী মোড়ে পৌঁছালে পৌরসভার মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলামের সমর্থকরা তার গাড়ি থামিয়ে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর শুরু করেন।

পরে হাবিব সমর্থিত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিনের কর্মীরা এসে চড়াও হলে তারা চলে যায়। এ সময় হাবিবসহ দুই বিএনপি কর্মী আহত হন। পরে তারা কলারোয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনার পর থেকে কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কলারয়ো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবির জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা