নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদেশ দানের সময় আসামি মহসিন (৩২) আদালতে হাজির ছিলো। তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। সে সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আফতাব আলির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ধর্ষিতা (৮) শিশুটির বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার জাইল্যা গ্রামে। সে তার পিতা মাতার সাথে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়ালবাজার এলাকার মাইনউদ্দিনের বাসায় ভাড়া থাকতো। গত ২৯ নভেম্বর ২০১৭ তারিখ সকাল ৬টার দিকে সে তার মায়ের কর্মস্থল ফিরঙ্গি বাজার হতে নিজ ভাড়া বাসায় ফিরছিলো। পথমধ্যে ফিরঙ্গি বাজার সামসু বেপারীর চায়ের দোকানের সামনে আসলে ধর্ষক মহসিন তাকে জোড় করে পাশের রহমতউল্লাহর পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতরে নিয়ে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে ধর্ষিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ধর্ষিতার পরিবারকে জানালে ধর্ষিতাকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গত ৩০ নভেম্বর ২০১৭ তারিখে মুন্সিগঞ্জ থানার মামলা দায়ের করে।
এ ব্যাপারে নারী ও শিশু আদালতের স্টেনোগ্রাফার মেহেদি হাসান জানান, বাদী, ভিকটিম, ডাক্তারসহ ৫ জনের সাক্ষীর ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সান নিউজ/এনএইচ/কেটি