নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিলীপ বড়ুয়া সহ সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। তবে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, নাগরিক পরিষদ সহ পাঁচজন প্রার্থীই লড়ছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাত জন কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এরা হলেন- ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বিমল কান্তি দাশ, জামায়াত নেতা আজিজুল হক, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আলমগীর হোসেন, ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিএনপি নেতা মো. ফরিদুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রমিক লীগ নেতা হুমায়ুন কবীর।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র সহ মোট পাঁচ জন প্রার্থী।
এরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো: জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।
অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন সাতজন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে সাতজন নারী কাউন্সিলর প্রার্থী। প্রার্থীরা হলেন- ১নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবুল খায়ের আবু, বিএনপি মো.নাছির উদ্দিন, দুই নম্বর ওয়ার্ডে জামায়াতের মোহাম্মদ আলী, আওয়ামী লীগের আবু তাহের, তিন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অজিত কান্তি দাস, আওয়ামী লীগ বিদ্রোহী মহরম আলী, চার নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ওমর ফারুক, আওয়ামী লীগ বিদ্রোহী শিমুল দাস, বিএনপির আজাহারুল ইসলাম বাবুল, পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মংমংসো মারমা, বিএনপির লুবু প্রু, ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সৌরভ দাস শেখর, বিএনপির প্রার্থী মোহাম্মদ সোহেল, সাত নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হারুন সরদার, বিএনপি প্রার্থী মো. শামীম সিকদার, আওয়ামী লীগ বিদ্রোহী হারুন গাজী, নাগরিক পরিষদের শামসুল হক সামু, বিদ্রোহী আব্দুল জলিল, আট নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হাবিবুর রহমান খোকন, নাগরিক পরিষদের কামরুল হাসান বাচ্চু, আওয়ামী লীগ বিদ্রোহী শেখ সাহাদাত, নয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা, বিএনপির প্রার্থী জহির উদ্দিন মাসুম, বিএনপি বিদ্রোহী আরিফ চৌধুরী, স্বতন্ত্র মোহাম্মদ রাজু।
সংরক্ষিত আসনে ১.২.৩ আওয়ামী লীগের প্রার্থী দিপিকা তঞ্চঙ্গা, বিএনপির প্রার্থী খুরশিদা বেগম, ৪.৫.৬ আওয়ামী লীগের প্রার্থী এমোচিং মারমা, আওয়ামী লীগ বিদ্রোহী সালেহা বেগম, ৭.৮.৯ আওয়ামী লীগের প্রার্থী শাহানা আকতার শানু, বিএনপির প্রার্থী গীতারানী দে গুরাটুনি, নাগরিক পরিষদের রহিমা বেগম।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাত জন কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করেছেন। এখন ৫ জন মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং সাত জন নারী সংরক্ষিত আসনে লড়ছেন।
সান নিউজ/এআর/এনকে