নিজস্ব প্রতিদেবদক : বাংলাদেশি বংশোদ্ভূত ফারাহ্ আহমেদকে বাইডেন প্রশাসনে পল্লী উন্নয়ন সচিবালয়ের অধীনে স্টাফ প্রধান (Chief of Staff, Under Secretary of Rural Development) করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ফারাহ্ আহমেদ কে Chief Of Staff, Under Secretary Of Rural Development হিসাবে নিয়োগ দিয়েছেন।
ফারাহ্ আহমেদ কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। ফারাহ্ আহমেদ ড. মাতলুব আহমেদ ও ড. ফেরদৌস আহমেদের কন্যা। তারা দুজনেই আমেরিকায় প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন।
ফারাহ্ আহমেদের নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ফারাহ্ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি। এত উঁচু পদে কোন বাংলাদেশির এটাই প্রথম নিয়োগ বলে জানা গেছে।
সান নিউজ/টিএস/