সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দুটি ধর্ষণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ধর্ষণের ঘটনায় একজন আসামিকে আটক করার পাশাপাশি দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি ঘটনায় দশ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোর্শারফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। জালকুড়িতে সে এমেল সিকদারের বাসায় ভাড়া থাকে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ীর মেয়ে জালকুড়ির একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঐ এলাকায় ভাড়ায় থাকা বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়ে। অভিযুক্ত মোশারফ হোসেন নুডুলস রান্না করার কথা বলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম (পিপিএম) জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

আরেক ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সজিব জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি শান্তিনগর বৌ-বাজার এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিবাদী সজিব ও ভুক্তভোগী ছাত্রী উভয়েই পরিবারের সাথে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সেই সুবাদে সজিব ঐ স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে সাড়া দেয়নি। সুযোগ বুঝে গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজিব। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো. ফয়সাল আলম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা