বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু
সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : প্রায় সাড়ে নয় ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

তবে নৌরুটে এখনো কুয়াশা বিরাজ করায় চলাচলে ধীরগতি রয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। এছাড়াও লঞ্চ ও স্পিডবোটেও যাত্রী পারাপার শুরু হয়। মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহন। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা