নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পূর্ণিমা বড়ুয়া নির্বাচনে লড়বেন। তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী করবেন।
পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আরো যারা রয়েছেন তারা হলেন- বর্তমান মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার জেবু, প্রঞ্জা জ্যোতি চাকমা, সীমা দেওয়ান, মনিকা আক্তার মনি, মুক্তা আক্তার পিংকি ও বাবলী ইয়াছমিন।
প্রার্থী পূর্ণিমা বড়ুয়া নিজের স্থান থেকে মতামত ব্যক্ত করে বলেন, দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরে জেলা মহিলা আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক কাজ করে যাচ্ছি। বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি। তাই নিজের অবস্থান থেকে দলের নৈতিক আদর্শ বজায় রেখে মনে করেছি রাঙামাটি পৌরসভার ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেব। সে প্রয়াসে ও জনগণের খেদমতে আমি এবার পৌরসভা নির্বাচনে উক্ত ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া প্রার্থী এবং ভোট প্রার্থনা করছি।
পূর্ণিমা বলেন, আমি নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায় গরিব হতদরিদ্রসহ সকলের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। আমার সাধ্য মত এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নগর উন্নয়নে ভূমিকা পালন করবো। তিন ওয়ার্ডের সকল মুরব্বিদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব, সে সুযোগ করে দিতে আমি আপনাদের ভোটাধিকার সার্বিকভাবে কামনা করছি।
সান নিউজ/কে/কেটি