নিজস্ব প্রতিনিধি, খুলনা : বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অনশন থেকে সরে আসার অনুরোধ করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে তিনি অনশনরত দুই শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। এসময় তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানান এবং শাস্তি মওকুফের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করারও অনুরোধ করেন। এসময় খুবি উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ক্ষমা চেয়ে শাস্তি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশসন বরাবর আবেদন করলে কর্তৃপক্ষ তাদের আবেদন বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
শুক্রবার দুপুর তিনটার ভেতর অনশনরত দুই শিক্ষার্থী কর্তৃপক্ষের প্রস্তাবে রাজি থাকলে কেসিসি মেয়র বিকাল তিনটায় এসে তাদের এই অনশন ভাঙানোর কথা থাকলেও কিন্তু তা পরিলক্ষিত হয়। তবে জানা যায়, দুই শিক্ষার্থী আবেদন খুবি কর্তৃপক্ষ কাছে জমা দিলেও তাদের অনশন অব্যাহত রয়েছে।
সান নিউজ/কেএ/কেটি