মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে দুই বনজীবী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই বনজীবী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের বাঙ্গালের পুত্র রতন (৩৫) ও মনো মিস্ত্রীর পুত্র মিজানুর রহমান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রতন, মিজানুর ও জয়াখালী গ্রামের সাত্তারের পুত্র আবু মুসা পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে পশ্চিম সুন্দরবনের তালপট্টি এলাকায় কাঁকড়া ধরার সময় হঠাৎ করে বাঘ আক্রমণ করে। এ সময় বাঘ রতন ও মিজানকে রক্তাক্ত জখম করে টানতে টানতে গহীন সুন্দরবনের ভিতরে নিয়ে চলে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে জানায়।
এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, ‘বিষয়টি আমি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মাধ্যমে জানতে পেরেছি। তারা কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ-পারমিট গ্রহণ করেনি’।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ‘আমি জানতে পেরেছি রতন ও মিজান নামে দুইজন বনজীবী সুন্দরবনে বাঘের আক্রমণে পড়েছে। মুসা নামে এক বনজীবী বিষয়টি তাদের পরিবারকে অবগত করেছে’।
বনজীবী রতনের বোন রত্না জানায়, ‘আমরা জানতে পেরেছি রতন ও মিজানকে বাঘে ধরেছে। কিন্তু তারা এখন কোথায় আছে সেটা জানতে পারিনি’।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে একটি বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়। এ ঘটনায় সুন্দরবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সান নিউজ/কেটি