কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পৌর সদরের টিনপট্টি এলাকায় অবস্থিত গণশৌচাগারে বসবাস করছেন এক দম্পতি। ওই দম্পতির নাম শাহাদাত ও নারগিস বেগম।
শাহাদত সাংবাদিকদের জানান, তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাচুড়িয়ায় ছিল কিন্তু জন্মের সময় মাকে এবং ৬ বছরে বাবাকে হারিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারীতে চলে আসেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, পৈতৃক সম্পত্তি বলে তার কিছু ছিল না, দারিদ্র্যতার কষাঘাতে এবং জীবিকার তাগিদে বোয়ালমারীতে চলে আসেন। প্রথমে রাস্তা থেকে কাগজ কুড়াতেন। এরপর বোয়ালমারীর পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়ার সঙ্গে পরিচয় হয়। তিনি মাস্টার রোলে দৈনিক ১৬০ টাকা বেতনে বাজার ঝাড়ুদারের চাকরি দেন এবং বোয়ালমারী হ্যালিপোর্টে সরকারি জায়গায় থাকার ব্যবস্থা করেন। পরে বোয়ালমারি বাজারের টিনপট্টি এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটে থাকার ব্যবস্থা হয়। দৈনিক বাজার ঝাড়ুর কাজ করার পর মানুষের বাড়িতে কাজ করেন। অনেক সময় না খেয়েও দিনযাপন করেন।
এ সময় তিনি বলেন, যদি সরকারি বা বেসরকারি কোন সংগঠন থাকার ব্যবস্থা করে দিত তবে জীবনের শেষ দিনগুলো শান্তিতে থাকতাম। অনেকেই আসে খোঁজখবর নিয়ে যায় কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। আমার এক শতাংশ জমিও নেই যেখানে একটা ঘর করে বাস করবো।
সান নিউজ/কেটি